রায়হান আহমেদ, চুনারুঘাট : সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও চলতি বোরো মৌসুমে কৃষকদের করণীয় শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুনারুঘাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সিপন মিয়ার সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক মোস্তুফা ইকবাল আজাদ।
এতে সাধারণ কৃষক সহ উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: নুরুল ইসলাম খান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: মহিদ আহমদ চৌধুরী, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি মো: নূরুল আমীন, সহ-সভাপতি হাসান আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল ছুবহান প্রমুখ।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩টি ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত উপ-পরিচালক মোস্তুফা ইকবাল আজাদ একই জমিতে একাধিক ফসল ফলানোর গুরুত্বারোপ সহ চলতি বোরো মৌসুমে কৃষকদের করণীয় সম্পর্কে বিশদ বক্তব্য রাখেন।