রায়হান আহমেদ : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য
এডভোকেট মোঃ মাহবুব আলী এমপিকে
“বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন” প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বিকেল ৩টায় এ আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী মোছাব্বির হোসেন বেলাল। তিনি জানান, এখনো চিঠি হাতে এসে পৌঁছায়নি।
এমপি মাহবুব আলী জানান, ফোন কল এসেছে। এখন চিঠি পাওয়ার অপেক্ষায় আছি।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এডভোকেট মাহবুব আলীর নৌকা মার্কা ৩ লাখ ১৪ হাজার ৯শত ৯৩ ভোট এবং ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ মনোনীত প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের ৪৬ হাজার ৬শত ২০ ভোট পেয়েছেন।
২ লাখ ৬৮ হাজার ৩৩৭ ভোট বেশি পেয়ে এডভোকেট মাহবুব আলী এমপি নির্বাচিত হন।