নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের আতুকুড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টায় আতুকুড়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষনিক সময়ে নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টির দিকে হবিগঞ্জ থেকে বানিয়াচঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক আতুকুড়া বাজার এলাকায় পৌছলে অজ্ঞাত (৩৫) নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এ সময় সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে আতুকুড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার জালাল মিয়া আখঞ্জী তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।