মোঃ জামাল হোসেন লিটন : সততার পুরস্কার পেলেন এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য এড. মোঃ মাহবুব আলী এমপিকে “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন” প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার বিকেলে এ আমন্ত্রণ জানানো হয়। এড. মাহবুব আলী এমপি প্রতিমন্ত্রী হওয়ায় চুনারুঘাট-মাধবপুরবাসীর মাঝে আনন্দের বন্যা লক্ষ করা গেছে। নেতাকর্মীদের মাঝে সুখের হাওয়া বইছে। দোয়া চেয়ে মিলাদ মাহফিল হয়েছে। জায়গায় উৎসুক জনতা আনন্দ মিছিল করেছেন। আবার আনন্দকে ভাগাভাগি করে নিতে মিষ্টি বিতরণও করা হয়েছে।
পূর্বের চেয়ে এলাকার উন্নয়ন বৃদ্ধি পাবে বলে সচেতন মহল মনে করছেন। সাধারণ মানুষের ধারণা, তাদের সুখ-দুঃখ বলার একটা আশ্রয়স্থল হয়েছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এড. মাহবুব আলী বিপুল ভোটে নির্বাচিত হন। মাহবুব আলীর নৌকা মার্কা ৩ লাখ ১৪ হাজার ৯শত ৯৩ ভোট এবং ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ মনোনীত প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের ৪৬ হাজার ৬শত ২০ ভোট পেয়েছেন।
২ লাখ ৬৮ হাজার ৩৩৭ ভোট বেশি পেয়ে এডভোকেট মাহবুব আলী এমপি নির্বাচিত হন।