মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পিয়াইম গ্রাম থেকে সমিরণ সরকার (৬৫) নামের এক গাঁজাসেবীকে আটক করা হযেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সমীরণকে আটক করা হয়।
সে ওই গ্রামের লাল মোহন সরকারের পুত্র। এ সময় তার নিকট থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন এসআই হিরণ।সিদ্দিকুর রহমান জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজাসেবন করে আসছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।