রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে ৯০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার রাতে সবুজ মিয়া (৩০) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের মহিব উল্লার ছেলে।
চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার এর নেতৃত্বে একদল পুলিশ সবুজ মিয়ার শশুর বাড়ি নিজ মাগুরুন্ডা গ্রাম থেকে ইয়াবাসহ গ্রেফতার করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, বিবাড়ীয়া সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে হবিগঞ্জ নিয়ে যাচ্ছিলো সবুজ। খবর পেয়ে তার শশুর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।