বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার বিকেলে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী এক ঘন্টা সড়ক অবরোধ করেন। নিহত আশরাফ আলী উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফয়সল মিয়ার ছেলে।
বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাক্টরের চালককে আটক করে থানায় নিয়ে আসে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।