রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ দারুচ্ছুন্নাহ আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহাম্মদ তরফদার মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আওয়াল, সদস্য আলহাজ্ব আব্দুল মতিন, আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, বিশিষ্ট মুরুব্বি সফিক মিয়া।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমীরণ চক্রবর্তী শংকু, সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন, মোঃ আব্দুল মুক্তাদির, মোঃ আসাদুল্লাহ, মোঃ নজরুল ইসলাম, রিপন চন্দ্র শীল, শাহনাজ পারভীন, ফয়জুন্নাহার রিপন।
বিদ্যালয়ে মিলাদ মাহফিল শেষে ১৬৫ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।