রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামের মৃত আঃ ছত্তারের পুত্র আঃ রউফ (৩৮) একাধিক মামলার পলাতক আসামীকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সজীব দেব রায়ের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পনারগাঁও এলাকা থেকে তার বসতবাড়ি হতে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসেন।
পুলিশ সূত্রে জানা যায়, আঃ রউফের বিরুদ্ধে চুনারুঘাট থানার মামলা নং- ০৪, তাং- ৩ ডিসেম্বর ১৮ইং, ধারা- ১৯৯০ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৭(খ), চুনারুঘাট থানার মামলা নং- ০৪, তাং- ৬ এপ্রিল ১৩ইং, জি.আর নং- ৮২, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮২/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড বাহুবল থানার মামলা নং-০৫, তাং- ২ নভেম্বর ২০১৫ সহ একাধিক মামলার পলাতক আসামী ছিল। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আঃ রউফকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
পরে মঙ্গলবারে আসামীকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।