নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদিশপুর নামকস্থানে বাস চাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি বাস ওই স্থানে আল মোবারকা পরিবহনের একটি বাসকে ওভারটেক করে পথচারী ওই নারীকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় লাগে। এঘটনায় মারা যায় নারী।
দিগন্ত পরিবহণের যাত্রী বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি মঈনুল হাসান রতন এ ঘটনার পর পরই এ বিষয়টি অবগত করে বলেন, হাইওয়ে পুলিশকে তাৎক্ষণিক বিষয়টি জানানো হয়েছে।