রায়হান আহমেদ : শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় চুনারুঘাটে কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চুনারুঘাট কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ৩০জন কৃষককে এ প্রশিক্ষণ দেয়া হয়।
কৃষি অফিসের সভা কক্ষে ৩০জন কৃষককে প্রশিক্ষণ দেন, চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার।
প্রশিক্ষণে ব্যুরো ধানের ভাল ফলন, যেকোনো ফসলের ভালো ফলনের জন্য সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয় আলোচনা করা হয়। এছাড়াও কৃষক যাতে তার জমি পতিত না রেখে যেকোনো ফসল উৎপাদন করে এ বিষয়ে পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়।