চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মহিবুর রহমান মাহির জন্মদিন উপলক্ষে চুনারুঘাটে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যার পর চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইদুর ইসলাম আলমগীর এর আয়োজনে উপজেলার সদর মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে মহিবুর রহমান মাহির নেক হায়াত ও সফলতা চেয়ে দোয়া করা হয় এবং তাঁর প্রয়াত মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, চুনারুঘাট ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল, শাহজাহান সামি, আসাদুল ইসলাম সুজন, ছাত্রলীগ নেতা সুবেল মিয়া, বেলাল আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল আসলম, সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান সহ আরো অনেকে।