চুনারুঘাট প্রতিনিধি: আসন্ন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার বিকাল চার টায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল করেছেন চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো: জামাল হোসেন লিটন মনোনয়ন দাখিল করেছেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং চুনারুঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাংবাদিক লিটন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদারের বড় ছেলে।