রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
চুনারুঘাট উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশ না নেয়ায় সতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ।
চেয়ারম্যান পদে ৫ জন হলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের (আওয়ামী লীগ বিদ্রোহী), উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান (স্বতন্ত্র), খেলাফত মজলিশ নেতা প্রভাষক আব্দুল করিম (সতন্ত্র) ও আজিজুর রহমান (সতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহলদার (স্বতন্ত্র), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাংবাদিক জামাল হোসেন লিটন, আব্দুল খালেক (সতন্ত্র)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আবিদা খাতুন, বিএনপি সমর্থক কাজী সাফিয়া খাতুন ও শাহেনা আক্তার।