রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাটে দুই দিন ব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল।
এ সসয় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক ফোরাম এর সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ সহ আরো অনেকে।
উদ্বোধন শেষে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।