রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক চাপায় অাকছির মিয়া (২৫) নামের মোটরসাইকেল অারোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দক্ষিন দেওরগাছ অামতলী সুতাং ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল অারোহী উপজেলার কালিশিরীর গ্রামের বাসিন্দা। জানা যায়, অবৈধ বালু উত্তোলনকারীরা নিয়মিতভাবে সুতাং ব্রিজের কাছ থেকে বালু উত্তোলন করে অাসছে। ওই বালু অদক্ষ চালক দ্বারা ট্রাক ও ট্রাক্টর দিয়ে আনা-নেয়া করছে।
বালু পাচারের সময় বিভিন্ন দূর্ঘটনার মত প্রাণহানীর ঘটনাও ঘটছে।
অাজও সকালে এর কারণে এই দূর্ঘটনা ঘটে। নিহত অাছকির মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। সুতাং ব্রিজের কাছে পৌঁছামাত্র বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপ দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।
এলাকাবাসীরা সূত্রে জানা যায়, দুই মাসের মধ্যে ওই রাস্তায় ছোট-বড় ৮/১০ টি দূর্ঘটনার ঘটনা ঘটেছে। তারা প্রায় সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম অাজমিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।