আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট : চুনারুঘাট থানার পুকুরে পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ এনামুল হক উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাটের সহকারী কমিশনার( ভুমি) তাহমিনা আক্তার,অফিসার ইন চার্জ কে এম আজমিরুজ্জামান, ওসি তদন্ত মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লুৎফুর মহালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
মৎস্য কর্মকর্তা জানান, চুনারুঘাটের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের জলাশয়ে ৫০০ কেজী পোনা অবমুক্ত করা হবে।