রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, লন্ডন ট্রেডিশনের কর্ণদার সমাজসেবক মোঃ মামুন চৌধুরী পাশে দাঁড়ালেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছাত্রনেতা অনিক আহমেদের।
মামুন চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে গাজিপুর ইউনিয়নের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অনিককে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় এ অনুদান অনিকের হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের নির্বাহী সদস্য আমিনুর রশীদ চৌধুরী, স্বপন চৌধুরী, ব্যাংকার রায়হান উদ্দিন, প্রভাষক সোহাগ হক, চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক রাজু সহ আরো অনেকে।
অনিকের চিকিৎসার জন্য এগিয়ে আসার জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি অনুরোধ করেছেন তার পরিবার।