চুনারুঘাট প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় শিশু দিবস উপলক্ষে চুনারুঘাটের সিকান্দরপুর গ্রামের এ.জেড.টি কিন্ডারগার্টেনেরর অায়োজনে শ্রীমঙ্গলে শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
রবিবার দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলার বধ্যভূমি ও চিড়িয়াখানায় উক্ত বনভোজনের অায়োজন করা হয়।
বনভোজনের শিক্ষক, অভিভাবক, অামন্ত্রিত অতিথিদের মধ্যে যারা ছিলেন-কিন্ডারগার্টের অধ্যক্ষ অাব্দুল ওয়াহেদ তরফদার, ম্যানেজিং কমিটির সভাপতি অাব্দুল মান্নান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার অালাউদ্দিন, সুমন তরফদার, পরিচালক স্বপন তরফদার, অাশার শাখা ব্যবস্থাপক রিপন তরফদার, কাউছার চৌধুরী, শিক্ষক জুনায়েদ অাহমদ, পিয়াংকা দেব, খাইরুন্নেছা, লিজু, কামরুন নাহার ও ইয়াসমিনসহ অনেকই।