রায়হান আহমেদ : চুনারুঘাটে আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ও দুবাই প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সংবর্ধনা উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় পৌর শহরের আল মদিনা সুপার মার্কেটের ২য় তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন, বিশিষ্ট সমাজসেবক ও জি.আর ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, আমিরিকা প্রবাসী মাওলানা মরতুজ আলী, দুবাই প্রবাসী তোফাজ্জল হাসান, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ফোরকান মিয়া, আজিজুল হক পন্ডিত।
সংগঠনের সভাপতি সাংবাদিক এসএম সুলতান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুফতি মোঃ মুসলিম খাঁন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমাআতের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কাইয়ুম তরফদার, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রুবেল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক এম এস জিলানী আখনজী, উপজেলা যুবসেনার সভাপতি মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, মোঃ মুক্তার হোসেন, আব্দুল আজিজ ইকবাল, আব্দুল আউয়াল সুমন, মোঃ বিলাল মিয়া, মোঃ জসিম উদ্দিন চৌধুরী প্রমূখ।
সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিরা বলেন, এ জাতীয় ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক সংগঠনের তৎপরতা আছে বলেই যুব সমাজকে অভক্ষয় থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসতে সক্ষম হচ্ছে। তাই তারা আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদের কর্মকান্ডকে সর্বাত্ত্বক সহযোগিতার আশ্বাস দেন।