রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচী পুষ্টিচাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আরিফুর রহমান অপু। তিনি এ পুষ্টিচাল বিতরণের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস ছালাম, অধ্যক্ষ আলাউদ্দিন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, আওয়ামীল নেতা হাছন আলী, যুবলীগ নেতা সাফু মেম্বার প্রমূখ ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনু গোপাল দাস, মাহবুবুর রহমান চৌধুরী, খাদ্য পরিদর্শক দ্বীপক চন্দ্র দাশ, মোছাঃ কামরুন্নেছা তালুকদার, প্রতাপ কুমার সরকার, উপ খাদ্য পরিদর্শক অঞ্জনা রাণী দেব, রওশন আরা আক্তার, পদ্মশ্রী ভট্টাচার্য, সহকারি উপ খাদ্য পরিদর্শক আব্দুল আহাদ, ডিলার ফয়সল চৌধুরী, বেলাল আহমেদ, মুজিবুর রহমান, আবদাল মিয়া প্রমূখ।
প্রধান অতিথি মহা-পরিচালক আরিফুর রহমান অপু প্রথমে আহম্মদাবাদ ইউনিয়ন ও পরে চুনারুঘাট পৌরসভার নতুন বাজার এলাকার খাদ্য গোদাম পরিদর্শন করেন।
তিনি গোদামের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন ও যাবতীয় সমস্যা দূরীকরণে প্রদক্ষেপ নেবেন বলে জানান।