স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাফি উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত সাফি উদ্দিন সদর উপজেলার পুটিয়াচক গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আওয়াল নতুন ঘর নির্মাণ করছেন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়ে ঘরে কাজ করছিলেন। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।