চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌর শহরের পাকুরিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মরহুম আলী আহমেদের ছেলে ও পরিবেশ মন্ত্রনালয়ের ও বনশিল্প উন্নয়ণ কর্পোরেশনের সচিব হাজেরা খাতুন (উপ-সবিচ) এর বড় ভাই ব্যবসায়ী কামাল আহমেদের খুলখানি সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার পাকুরিয়া গ্রামের এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, এসিল্যান্ড স.ম আজহারুল ইসলাম, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম আকবর হোসেন জিতু, পৌর আওয়ামীলীগের সভাপতি তাহির মিয়া মহালদার, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী মোচ্ছাব্বির হোসেন বেলাল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদত হাসনাত চৌধুরী সনজু, চুনারুঘাটের খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) বেনু গোপাল দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর আলম সহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ব্যবসায়ী কামাল আহমেদ (৫২) গত ২১ ফেব্রুয়ারী চট্টগ্রামের একটি দূর্ঘনায় মারা যান। মৃত্যুকালের তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।