হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে হারিয়ে যাওয়া কুকুরের সন্ধান চেয়ে কাঁদতে কাঁদতে থানায় এসে জিডি করেছেন এক ব্যক্তি।
৫ এপ্রিল হবিগঞ্জ সদর থানায় তিনি জিডিটি দায়ের করেন (জিডি নং-২৪৪)।
জিডির পর থেকে পুলিশ কুকুরের সন্ধানে মাঠে কাজ করছে বলে জানা গেছে।
জিডি সূত্রে জানা যায়- কয়েক মাস আগে ভারত থেকে একটি গর্ভবতী কুকুর কিনেন আনেন হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের বাসিন্ধা মো. আবাবিল (৩২)। মাসখানেক পুর্বে কুকুরটি দু’টি বাচ্চা দেয়। গত ২ এপ্রিল হঠাৎ কুকুরটি বাচ্চাসহ হারিয়ে যায়। অনেক স্থানে খোঁজেও কুকুরগুলোকে না পেয়ে অবেশেষ তিনি হবিগঞ্জ সদর থানায় জিডি করেন।
এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান- ‘কুকুর কিংবা মানুষ। যে কোনো প্রাণী হারালে একজন সাধারণ মানুষ জিডি করতে পারেন। এবং পুলিশের দায়িত্ব সেটিকে খোঁজে দেয়া। সেই মোতাবেক কুকুরের সন্ধানে আমরা কাজ করছি।’