জনমত নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট অলিক’ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ এ ‘বেস্ট ইউজ অব ডাটা’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
‘বেস্ট ইউজ অব ডেটা’ বিভাগে দলটির তৈরি ‘লুনার ভিআর’ সারা বিশ্বের ১৩৯৫ টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হয়েছে। প্রকল্পে চ্যাম্পিয়ন হবার প্রতিযোগিতায় তারা পেছনে ফেলেছে ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর ও জাপানের তিনটি দলকে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই দলটির সদস্যরা হলেন আবু সাবিক মাহদী, সাব্বির হাসান, বিশ্বপ্রিয় চক্রবর্তী, কাজী মাইনুল ইসলাম ও এস এম রাফি আদনান।
প্রতিযোগিতায় বাকি পাঁচ বিভাগসহ সব বিভাগের জয়ী দলের সদস্যরা নাসায় শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করার সুযোগ পাবেন।