জনমত নিউজ : সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে ঝড়ের সময় উপজেলার উত্তরকুশিয়ারা ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তেরাকুড়ি গ্রামের মো. জিতু মিয়া ও তার দুই তালতো ভাই। তাদের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশায়। তারা ৩জন মিলে ধোপড়িয়া হাওরে ধান কাটছিলেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু জানিয়েছেন, তিনটি লাশই উদ্ধার করা হয়েছে।