চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব এর অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা গতকাল বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
শিক্ষক শেখ জামাল আহমেদ এর পরিচারনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক পংকজ নাহা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, প্রফেসর আবু নাসের, প্রধান শিক্ষক আবিদুর রহমান আবিদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগ সেক্রেটারি সাইফুল আলম রুবেল, ম্যানেজিং কমিটির সদস্য উত্তম দত্ত, আঃ রহমান, মনিরুল ইসলাম জুয়েল, কমিশনার রহম আলী, আমির হোসেন. শামীমা আক্তার, সহকারি প্রধান শিক্ষক সুরঞ্জন ধর ও কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক নন্দিতা রায়, মোস্তাফিজুর রহমান পাপন, রাজিব আহমেদ, রাজিব রায়, আব্দুল্লা আল মামুন, শিক্ষার্থী স্বাগতা পাল, স্বাশতী ভট্টাচার্য্য।
সংবর্ধনা সভায় বিদায়ী প্রধান শিক্ষক সত্যেন্দ্র দেবের হাতে ক্রেষ্ট, মানপত্রসহ নানাবিধ উপহার তুলে দেন অতিথিরা।
সত্যেন্দ্র দেব উক্ত বিদ্যালয়ে প্রায় ১৭ কছর শিক্ষকতা করেছেন। সহকারি শিক্ষক হিসেবে ২০০৩ সালে এবং ২০০৬ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল ছিল তার শেষ কর্মদিবস। অনুষ্ঠানটি আবেগঘন ও অশ্রুসজল সংবর্ধনায় পরিনত হয়।
এর আগে তিনি আমুরোড হাই স্কুল এন্ড কলেজে এবং অগ্রণী উচ্চ বিদ্যালযে শিক্ষকতা করেন।