আবুল হাসান ফায়েজ, মাধবপুর : মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ মাষ্টার (ছাবু) বুধবার সকালে ঢাকা তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন।
( ইন্নালিল্লাহি…………রাজিউন। )
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল, সত্তর বছর।
তিনি রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন। এবং শাহজালালপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন ।
তিনি স্ত্রী, ৪ছেলে, ২কন্যা সহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
বুধবার মাগরিক বাদ জয়পুর মসজিদ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা ভূমিসহকারী কমিশনার খান মতিউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক মধু,চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান আত্উার রহমান চৌধুরী সেলিম, মাহাবুবুর রহমান সোহাগ, রাজারবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।