মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাধীন নতুনব্রীজ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার (১০ এপ্রিল) রাত ৮ টা ৩০ মিনিটে নতুন ব্রীজ সংলগ্ন শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট মুখি যাত্রীবাহী বাসটি শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ সংলগ্ন শিমুলতলা নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকের চালক-হেল্পার, বাসের হেল্পার ও বাস যাত্রীসহ মোট ৬জন আহত হয়েছে।
এসময় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারদল গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।