মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, এক সময় দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণে বিদেশীদের কাছে হাত পাততে হতো। এখন দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।
মাছ উৎপাদনে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে তৃতীয় স্থানে। সবজির ক্ষেত্রেও সম্ভাবনার দেশ বাংলাদেশ। দেশের শস্য উৎপাদনে কৃষকদের আগ্রহ যোগাতে সরকার বিনামূল্যে সার বীজ প্রণোদনা দিচ্ছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশে শস্য উৎপাদন বেড়ে এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। বিগত সরকারের আমলে সার বীজ নিয়ে কেলেংকারী হয়েছে। এ বর্তমান সরকারের আমলে গ্রামে গ্রামে সারের ডিলার নিয়োগ করা হয়েছে। সার এখন কৃষকের পেছনে দৌঁড়ায়। সরকারের সদইচ্ছার কারণেই এটা সম্ভব হয়েছে।
তিনি শুক্রবার দুপুর ১২টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফশি আমন প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূলে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, হবিগঞ্জের কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান ও আরিফুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।