1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

হবিগঞ্জে বিজ্ঞানী আইনস্টাইন স্মরণে আলোচনা সভা ও কুইজ

হবিগঞ্জ প্রতিনিধি : মহাবিজ্ঞানী আইনস্টাইন স্মরণে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার উদ্যোগে ‘আইনস্টাইনের জীবন ও বিজ্ঞান’ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি পরীক্ষার্থী থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এছাড়া শুক্রবার রাত ৮টায় ‘সুরবিতান ভবনে’ আইনস্টাইনের জীবনীর উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ছাত্রফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার সদস্য শাওন মুন্ডার সভাপতিত্বে এবং আদিত্য রায় সানীর পরিচালনায়- আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম, পদার্থ বিভাগের ছাত্র ব্রজেন বৈষ্ণব, কাজল বৈষ্ণব, তমাল দেবনাথ, রিজু আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ বলেন- বিজ্ঞানী আইনস্টাইন শুধু একজন মহা বিজ্ঞানীই নন। তিনি সমাজের প্রতি দায়বদ্ধ একজন বড় মানুষ ছিলেন।

তিনি সাম্রাজ্যবাদীদের যুদ্ধনীতির বিরুদ্ধে বিজ্ঞানীদের নিয়ে সংগঠন গড়ে তুলেন। আমেরিকাসহ সর্বত্র বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন। তার বিভিন্ন বৈজ্ঞানিক আবিস্কারের মাধ্যমে মানুষ জ্ঞান জগতের উচ্চ সীমায় অবস্থান করছে। তাই আইনস্টানের জীবন সকল মানুষের কাছে অনুকরণীয়।

সভা শেষে কুয়িজ প্রতিযোগিতায় বিজয়ি ৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অথিতিবৃন্দ।

     এই ক্যাটাগরীর আরো খবর