1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

আজমিরীগঞ্জে বীজ কোম্পানীর মামলায় ব্যবসায়ী আটক

হবিগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে বীজ কোম্পানীর মামলায় এক বীজ ব্যবসায়িকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে আজমিরিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করে।

সে আজমিরীগঞ্জ উপজেলার নগর মধ্যপাড়া গ্রামের মৃত নিম্বল হোম রায়ের ছেলে বুদ্ধহোম রায়।

আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান- বুদ্ধহোম রায় দীর্ঘদিন যাবত ঢাকার এক বীজ কোম্পানীর সাথে ব্যবসা করে আসছে। সম্প্রতি কোম্পানীর সাথে টাকা-পয়সা নিয়ে বিরুধ সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে বুদ্ধহোম রায়ের বিরুদ্ধে মাসুদ আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। (মামলা নং-৩৪১৮/১৮ বনানী)।

মামলায় বুদ্ধহোম রায় নিয়মিত হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্টেট বাকী বিল্লাহ।

     এই ক্যাটাগরীর আরো খবর