চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে প্রতিষ্ঠিত ইসলামি সুন্নী কেজি স্কুল এন্ড ক্যাডেট মাদ্রাসায় ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চেক বিতরণ উপলক্ষে কেজি স্কুলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেকের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা আছকির মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন-সদর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক কাউছার বাহার।
বিশেষ অতিথি ছিলেন-তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম কাপ্তান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, যুবলীগ নেতা কছির মিয়া, শ্রমিকদল নেতা ইমদাদুল হক বাবুল, প্রবাসী আব্দুল কুদ্দুছসহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্কুলের উন্নয়নের জন্য সভায় প্রধান অতিথি কাউছার বাহার ১ হাজার ইট, শ্রমিকদল নেতা বাবুল মিয়া ১ হাজার ইট ও চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন অফিস কক্ষের জন্য একটি ডেক্স দেয়ার প্রতিশ্রুতি জানান।