চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে খাদ্য অদিধপ্তর কর্তৃক ৩০ টাকা কেজি চাউল খোলা বাজারে বিক্রির উদ্বোধন করা হয়েছে। গত শনিবার চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারের আব্দুর রব মানিক মিয়ার দোকানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওএমএস এর চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, এসিল্যান্ড তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল হোসেন, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনু গোপাল দাস। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল হোসেন জানান, ডিলারের মাধ্যমে উক্ত চাল প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাথাপিছু কেজি করে ৩০টাকা দরে চাল ক্রয় করা হবে।