নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪২৬ বাংলা হবিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠানের খন্ডচিত্র নিচে দেয়া হলো-
হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য মঙল শোভাযাত্রা ভের করা হয়।
জেলা প্রশাসন মাঠপ্রাঙ্গনে বর্ষবরণ উৎসবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে বর্ষবরণ অনুষ্ঠানে এক নারীর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। পাশে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদসহ অতিথিবৃন্দ।
মঙল শোভা যাত্রায় গ্রামীণ ঐতিহ্য হিসেবে পালকিতে নববধূর শ্বশুর বাড়ি গমন প্রদর্শন করা হয়।
বৃন্দাবন সরকারি কলেজে নৃত্য পরিবেশন করছে শিল্পীবৃন্দ।