জনতম রিপোর্ট : ঝিনাইদহের কালীগঞ্জের ফয়লা গ্রামে স্বামীর হাতে স্ত্রী রিপা বিশ্বাস (২৫) খুন হয়েছেন। এ ঘটনায় সুরঞ্জন বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, উপজেলার ফয়লা মাস্টার পাড়ার মৃত সরজীত বিশ্বাসের ছেলে সুরঞ্জন বিশ্বাস প্রায় তিন বছর আগে পাশ্ববর্তী মাগুরা জেলার শালিকা উপজেলার চটবাড়িয়া গ্রামের দিলিপ বিশ্বাশের মেয়ে রিপা বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।
তিনি আরও জানান, রোববার রাত সাড়ে ১১ টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী সুরঞ্জন স্ত্রী রিপার গলা চেপে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে রিপা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা