চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে মাষ্টার ড্রেনের ডালাই কাজের পরিদর্শন করেছেন, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। মঙ্গলবার সকালে তিনি এ কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- কাউন্সলির মোঃ লাল মিয়া, লিটন মিয়া সহ আরো অনেকে।
মেয়র নাজিম উদ্দিন সামছু জানান, অাজ অামার একটা স্বপ্নের কাজের বাস্তবায়ন হলো। ভবিষ্যতে এই রোড কলেজ পর্যন্ত টু ওয়ে করার স্বপ্ন রয়েছে আমাদের। রাস্তার দু’পাশে লাইট, বসার ব্রেঞ্চ থাকবে।
সর্বোপরি এ রোডের চারপাশকে বিনোদনমূলক জায়গা হিসেবে গড়তে চাই। কাজ সম্পন্ন হলে রোড ডিভাইডেট কাজ করা হবে।