নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন ও ‘বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্যে এডভোকেট মো. আবু জাহির এমপি বলেন- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি শুরু করেন জিয়াউর রহমান। এরপর থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি। মহান স্বাধীনতা সম্পর্কে তারেক রহমান বিদেশে বসে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আসছে। তাদের এই মিথ্যাচার ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে ভূমিকা রাখতে পারেন মুক্তিযোদ্ধারা।’
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা এক সময় অবহেলিত ছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তাদেরকে সর্বোচ্চ সুবিধা দিয়েছেন।’ এ সময় তিনি পরবর্তী প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, সহ সভাপতি পিপি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান, উপ প্রচার সম্পাদক ভিপি জিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমূখ। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।