জনমত ডেস্ক : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ দলের সিনিয়র নেতারা এসময় তার সঙ্গে ছিলেন।