রায়হান আহমেদ, চুনারুঘাট : সড়ক দূর্ঘটনা এড়ানোর জন্য হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহর থেকে চাঁনভাঙ্গা পর্যন্ত পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশের ঝোপ-ঝাপ ও পরগাছা পরিষ্কার করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর সময়োচিত উদ্যোগ এবং হেলিয়স হোল্ডিং কোম্পানির এমডি ও জনমত নিউজের উপদেষ্টা এম এ মালেক এর অর্থায়নে রোববার (২৪ সেপ্টেম্বর) দীনব্যাপি সড়কের দু’পাশের ঝোপ-ঝাপ ও পরগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ওই রাস্তার দু’পাশ বেশ কিছুদিন যাবত পরগাছায় বেষ্টিত ছিল। ফলে পথচারীদের সড়কের উপর দিয়ে চলাফেরা করতে হতো। এ অবস্থায় প্রতিদিনই ঘটে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা। তারপরও সড়ক বিভাগের কোনো তদারকি লক্ষ্য করা যায়নি। ফলে দিনকে দিন দূর্ঘটনা বেড়েই চলছিল। ভয়াবহ এ সড়ক দূর্ঘটনা কমাতে এম এ মালেকের অর্থায়ন ও ওসি কেএম আজমিরুজ্জামানের উদ্যোগ সাধারণের আক্ষেপ দূর করতে সাহায্য করবে বলে সচেতন মহল মনে করেন। বর্তমানে পথচারীরা সড়কের পাশ দিয়ে সাচ্ছন্দে যাতায়াত করতে পারছেন বলে সকলেই আনন্দিত।
পরগাছা পরিষ্কারের সময় উপস্থিত ছিলেন, ৭নং উবাহাটা ইউপি চেয়ারম্যান ও জনমত নিউজের উপদেষ্টা আলহাজ্ব মো. রজব আলী, চুনারুঘাট থানার এস আই অফিসার ওমর ফারুক, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বশির আহমেদ সহ স্থানীয় জন সাধারণ।