নিজস্ব প্রতিবেদক : আজমিরীগঞ্জে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষপানে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে তিনি পরিবারের সকলের অগোচরে বিষপান করেন।
নিহত জিয়াউর রহমান আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের এজাজুর রহমানের ছেলে।
জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনমালিন্য হয় জয়াউরের। এক পর্যায়ে বুধবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষ খায় জিয়াউর। বিষপানের বিষয়টি আচঁ করতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন থাকার পর সন্ধ্যায় তিনি মুত্যুবরণ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. সাইফুর রহমান সোহাগ।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।