সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল সিলেট জেলার ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে বিদেশি ছাড়াও কাকরাইলের নিজামুদ্দীনের মুরব্বীগণ বয়ান পেশ করবেন।
ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লীদের অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা ইজতেমা ইন্তেজামের পক্ষে সিলেট জেলা আমীর (আহলেশুরা) সুয়েজ আফজল খান।
এর আগে দীর্ঘ ৩২ বছর পর ২০১৬ সালের ২৯ দিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বাইপাস সড়ক সংলগ্ন মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। ওই ইজতেমায় দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশ নেন। এরপর থেকে সিলেটে আর এমন বৃহৎ পরিসরে কিংবা জেলা পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়নি।