শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক ইদ্রিছ মিয়া মাষ্টারের মৃত্যুতে শোকাহত পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিবার।
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন।
এর আগে রবিবার বিকাল ৩ টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইদ্রিছ মিয়া মাষ্টার।
বিজ্ঞপ্তিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
শোক জ্ঞাপন করেন- পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এম, শামছুজ্জামান, অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন, সহকারি প্রধান শিক্ষক মোস্তফা মিয়াসহ পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এদিকে রবিবার রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হয় এবং সোমবার সকাল ৯টায় গ্রামের বাড়ী মাধবপুর উপজেলার বহরায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।