চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাতছড়ি থেকে বিকৃত অবস্থায় আগুনে দগ্ধ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার রাতে সাতছড়ি এলাকার গহীন জঙ্গলের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই দিন বিকেলে অজ্ঞাত ব্যক্তির আগুনে দগ্ধ লাশ দেখতে পেয়ে বনকর্মীরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেন।
লাশের শরীর আগুনে দগ্ধ থাকায় পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।