নিজস্ব প্রতিনিধি : আমেরিকায় গমন উপলক্ষে চুনারুঘাটের কৃতি সন্তান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) বাঙালী কালচারাল এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউওর্কে তাকে এই বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আনসার চৌধুরী। বাঙালী কালচারাল এসোসিয়েশনের সেক্রেটারি ইকবাল হোসাইনের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ বসারত আলী। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগসহ বসবাসরত বাঙালিরা বক্তব্য রাখেন। মনোরম এই সভায় উপস্থিত ছিলেন সিলেটসহ বাংলাদেশের সব বিভাগের প্রবাসীগণ।