জনমত রিপোর্ট : নতুন একটি বিজ্ঞাপনচিত্রে জুটি হয়ে মডেল হলেন মেহজাবিন চৌধুরী ও আফরান নিশো। মেহেদির এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন মিজানুর রহমান আরিয়ান। সম্প্রতি বিজ্ঞাপনচিত্রটির চিত্রায়ণ হয় রাজধানীর কোক স্টুডিওতে।
বেশ কয়েকটি নাটকে মেহজাবিন ও নিশো জুটি হয়ে অভিনয় করেছেন। নাটকগুলো অভিনয় গুণে আলোচিত হয়েছে। আবার দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সমালোচিতও হয়েছেন উভয়ই। এবারই প্রথম এই জুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন। এখন দেখার বিষয় বিজ্ঞাপনচিত্রে দর্শক এই জুটিকে কিভাবে নেয়। আজ বুধবার (২৪ এপ্রিল) থেকে বেশকিছু স্যাটেলাইট চ্যানেলে এই বিজ্ঞাপনচিত্রটি প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
বিজ্ঞাপনচিত্রটিতে মডেল হওয়া প্রসঙ্গে অভিনেত্রী মেহজাবিন বলেন, ‘রোজার মাত্র কয়েকদিন বাকি, তারপরই ঈদ। আর ঈদ মানেই মেহেদির আলাদা গ্রহণযোগ্যতা। তাই এবার রাঙাপরী মেহদির বিজ্ঞাপনে মডেল হয়েছে। এবার নতুন এই বিজ্ঞাপনচিত্রে আমাকে ভিন্ন লুকে দর্শক দেখতে পাবেন দর্শক। আশা করি, বিজ্ঞাপনচিত্রটি দর্শকদের ভালো লাগবে।’