জনমত রিপোর্ট : শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বের পুগোদা শহরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ওই বিস্ফোরণ থেকে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, ম্যাজিস্ট্রেট আদালতের পেছনের খোলা মাঠে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে পুলিশ।
তিনি বলেন, আদালতের পেছনে একটি বিস্ফোরণ হয়েছে। আমরা তদন্ত করছি। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যে ধরনের নিয়ন্ত্রিত বিস্ফোরণ হয়েছে এটা সেরকম না।
শ্রীলঙ্কায় গত রোববারের ভয়াবহ সিরিজ হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যেই এ ধরনের বিস্ফোরণ আরও আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। গত বুধবার রাজধানী কলম্বোর স্যাভয় নামের জনপ্রিয় একটি সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গত রোববার ইস্টার সানডে উদযাপনের সময় তিনটি গির্জা, তিনটি হোটেল এবং আরও দু’টি স্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও পাঁচ শতাধিক মানুষ।