মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে তেলিয়াপাড়া ১৫ নং চা বাগান থেকে এ মদ জব্দ করা হয়।
তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমানসহ একদল বিজিবি সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মদগুলো জব্দ করেন। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।