1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে কুখ্যাত ডাকাত শফিক গ্রেফতার

রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কুখ্যাত ডাকাত ও দশ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি শফিক আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে চুনারুঘাট থানার চৌকস এসআই শেখ আলী আজহারের নেতৃত্বে এএসআই আব্দুল বাতেন সহ একদল পুলিশ উপজেলার রানীগাঁও ইউনিয়নের জীবধরছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত শফিক আলী কে গ্রেপ্তার করেন।

ডাকাত শফিক আলী ওই এলাকার মৃত নজীর আলীর ছেলে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে.এম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ডাকাত শফিক আলীর বিরুদ্ধে ৭টি জিআর ও ৩টি বন মামলা রয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর