শেখ মোঃ হারুনুর রশিদ : চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা, মাষ্টার আলহাজ্ব জালাল উদ্দিন তালুকদার(৭০) ভোর ৬টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…..রাজিউন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মরহুমের জানাযার নামাজ চাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ শেষে পুলিশের বিশেষ একটি দল সহ উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টাক্টর খায়ের উদ্দিন মোল্লা মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, আব্দুর রসিদ, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আব্দুল কাইয়ূম আজাদ, আব্দুল মতিন, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল মুমিন চৌধুরী ফারুক, সাটিয়াজুঁরি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাংবাদিক মুহিদ আহমেদ চৌধুরী, মাষ্টার মর্তুজ আলী তরফদার, শফিক উদ্দিন তালুকদার, প্রফেসর মোস্তাক আহমেদ জুয়েল, আনিসুজ্জামান আনিস, মাওলানা আব্দুল হাই, আঃ রউফ ও হাফেজ ইব্রাহিম, শেখ হাদী সহ শত শত মুসল্লীয়ান।
জানাযা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, মরহুম মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন। গতকাল ভোর ৬টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যকালে তিনি ২ছেলে,নাতী,নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।